হোম » প্রধান সংবাদ » নাটোরের নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি শিমুল

নাটোরের নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি শিমুল

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শনিবার দুপুরে তিনি মাধনগর, খাজুরা ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে দুই সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নাটোর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু সহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এবং দলের সভাপতি, সম্পাদকবৃন্দ। এছাড়াও সাংসদ শিমুল নারীদের মাঝে প্রসাধনী সামগ্রী বিতরণ করেন।

Loading

error: Content is protected !!