মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধি: রাজশাহীর নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৮ই আগস্ট) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের হালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির ব্যক্তির নাম টেপু মংলা (৭০)। তার বাবার নাম মৃত জয়দেব মংলা।
টেপুর ছেলে সিরাজ জানান, গত রাতে বাবা নিজ বাড়ির বারান্দায় শুয়ে ছিল, সকালে প্রতিবেশী নিরঞ্জন ও তার স্ত্রী আমাকে ডেকে বলে তোমার বাবা মনে হয় মারা গেছে। তখন আমি বাইরে এসে দেখি আমার বাবা মারা গেছে। তার বাবা টেপু মংলা (৭০) কে রাতের অন্ধকারে গলা চেপে হত্যা করা হয়েছে বলে দাবী টেপুর ছেলে সিরাজের।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে সামান্য আঘাতে চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মারা যাওয়ার সঠিক কারণ বলা সম্ভব নয় বলে তিনি প্রতিবেদকে জানিয়েচছেন।
আরও পড়ুন
রাজশাহীতে লফস’র তামাক স্বাস্থ্য ঝুঁকি প্রচারণা ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
ফুলবাড়ী রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জরিমান
সদর আসনের এমপি প্রার্থী আবুল কালাম আজাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত