গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অটো চার্জারের ধাক্কায় ৬৫ বছরের এক ভিক্ষুক এবং ১৭ বছরের এক প্রতিবন্ধি কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক স্থান থেকে মরদেহ দুটি পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল বোয়ালিয়া নামক স্থানে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে অটো চার্জারের ধাক্কায় ঘটনাস্থলেই আব্দুল গফুর (৬৫) নামের এক ভিক্ষুক নিহত হয়। নিহত ভিক্ষুক জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কালিকাপুর গ্রামের মৃত এবারত আলী ছেলে।
অপরদিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের বামনী গ্রামের বকুল সাখিদারের প্রতিবন্ধি ছেলে রাব্বী সাখিদার (১৭) বুধবার বিকেলে বাড়ি থেকে বের হলে রাতে আর সে বাড়িতে ফিরে না। বৃহস্পতিবার সকালে ইন্দইল ব্রীজ এলাকায় খাড়ীর পানিতে রাব্বী সাখিদারের ভাসমান মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে আদমদীঘি থানায় খবর দিলে সকাল ১০টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন
আবু সাইদ হত্যায় ৪ দিনের রিমান্ডে দুই পুলিশ
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর জয়ন্ত নিহত
বদলি হলো ১৬৮জন বিচারক