মো: তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানায় স্বপরিবারে হাজির হয়ে আত্মসমর্পণ করলেন চিহ্নিত দু’জন মাদক ব্যবসায়ী। আত্মসমর্পণকৃত মাদক ব্যবসায়ীরা হলো দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মোঃ হাসেম আলীর ছেলে মোঃ খায়রুল ইসলাম এবং জয়নগর গ্রামের আঃ জলিলের ছেলে আঃ রশিদ।বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বপরিবারে উক্ত দু’জন মাদক ব্যবসায়ী দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলের নিকট উপস্থিত হয়ে আর কোনদিন মাদক ব্যাবসা না করার অঙ্গীকার করেন।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছেন। মাদকবিরোধী এই বিশেষ অভিযানে প্রতিদিন একাধিক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ পুলিশের হাতে আটক হচ্ছে। মাদকবিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকায় খায়রুল ইসলাম ও আঃ রশিদ নামের দু’জন মাদক চিহ্নিত মাদক ব্যবসায়ী দর্শনা থানায় আত্মসমর্পণ করলেন।বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল।
আরও পড়ুন
সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন
৬১৯ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
জয়পুরহাটে নিকাহ রেজিস্টারদের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ