এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বণ্যা দুর্গত পানিবন্দী ৮৩৯ টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবার গুলির মাঝে
১০ কেজি করে চাল এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বগুড়ার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধনুট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, বগুড়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক আবু সাঈদ কাওসার রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক শহিদুল ইসলাম, ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, ধুনট থানার অফিসার
ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
আরো বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোজিনা আক্তার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ধুনট উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া খন্দকার,সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি। এসময় উপস্থিত ছিলেন ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
চকোরিয়াতে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু
স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সামগ্রী বিতরণ
মোহনপুরে একটি বিদ্যালয়ে চুরির অভিযোগে একজন আটক