হোম » প্রধান সংবাদ » আদমদীঘিতে সরকারি মূল্যে ব্যবসায়ীদের চামড়া কিনতে প্রশাসনের আহবান

আদমদীঘিতে সরকারি মূল্যে ব্যবসায়ীদের চামড়া কিনতে প্রশাসনের আহবান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে চামড়া ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসন মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে ইউএনও’র অফিস কক্ষে সামাজিক দুরত্ব মেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আসন্ন ঈদুল আযহায় সরকারের নির্ধারিত মূল্যে কোরবানী পশুর চামড়া কেনাবেচা ও যত্রতত্র ময়লা না ছড়ানো হয় সেদিকে নজর রাখতে হবে।

তাছাড়া কোরবানী পশুর চামড়া কিনে কেউ যেন হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক, চামড়া ব্যবসায়ী বেলাল হোসেন, তোফা, জামাত আলী, মজিবর রহমান প্রমূখ।

error: Content is protected !!