কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নবাসীর দ‚র্ভোগ লাঘবের একমাত্র ভরসা রাকিব আকন্দ। গতকাল বৃহস্পতিবার উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের হুদাবালা দক্ষিণও পশ্চিম পাড়ার রাস্তা এবং বড় নারায়নপুর রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক রাকিব আকন্দ। রাস্তাগুলো দির্ঘদিন ধরে ঐ এলাকার মানুষের চলাচলের অযোগ্য হয়ে ছিল।
রাস্তাগুলো সংস্কার করে দেওয়ায় তাদের জনদ‚র্ভোগ লাঘব হলো। এসময় উপস্থিত ছিলেন, ৭ নং সাবেক ওয়ার্ড মেম্বর বদিউজ্জামান। আঃ গফুর, ছামছুল, ইদ্রিস, ছিদ্দিক, হান্নান, আশরাফুল ইসলাম, এলাকাবাসী বলেন, রাস্তাটি নিয়ে আমরা চরম দ‚র্ভোগে ছিলাম। রাকিব আকন্দ তার নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেয়। এতে করে ঐ রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের আর কষ্ট হবে না।
আরও পড়ুন
পীরগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু
ঝড় বৃষ্টির বাঁধা অতিক্রম করেও বাজার মনিটরিং ফুলবাড়ী প্রশাসনের
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হিন্দু ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ