খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫৫) র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বাগেরহাটের রামপালের ভেকুটিমারি এলাকায় এ বন্দুকযুদ্ধ সংগঠিত হয়।
র্যাব-৬ অধিনায়ক রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভোর ৪ টা ৫০ মিনিটে রামপালের ভেকুটিমারি অভিযান অভিযানে যান। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ কামালকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, ছুরি ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫ টি মামলা রয়েছে।
রামপাল থানার ডিউটি অফিসার এসআই আনসার উদ্দিন খান জানান, বন্দুকযুদ্ধের পর র্যাব সদস্যরা তাকে ভোর ৬ টার দিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে সাড়ে ৬ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।উল্লেখ্য, খুলনার রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের পীর হুজুর খ্যাত মিনহাজ উদ্দিন ওরফে মিনা মৌলভির ছেলে মিনা কামাল। তিনি রূপসার নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পোরশায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ পালন
মানব সেবায় ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা : মমতাজ আলী শান্ত
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মরজত আলী মাস্টার এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ