অভ্র ওয়াসিমঃ
আমি যেখানে বসে আছি
অদূরেই একটি রজনীগন্ধা ফুটেছে
মোহনীয় গন্ধে আমি আবেশিত হই।
আমি দেখতে থাকি, প্রিয়তমার নীল চোখে
উত্তাল সমুদ্রে গভীর অন্ধকার
একদল সাহসী মিথ্যাচারী নিমজ্জিত হচ্ছে।
আমি প্রিয়তমার লাল ঠোঁটে
টক টকে তাজা খুন ঝরতে দেখি
অপরিণামদর্শী একদল কাপুরুষ ঝাঁপিয়ে পড়ছে
প্রতিবাদী কন্ঠস্বর রুখতে।
আমি প্রিয়তমার লাল ঠোঁটে
টক টকে তাজা খুন ঝরতে দেখি
হৃদয় পাথরের চেয়ে কঠিন
কুষ্ঠিত হয় মানবতা, ধুসর রূপালী রজনী।
আমি প্রিয়তমার লাল ঠোঁটে
টক টকে তাজা খুন ঝরতে দেখি
আমি নগ্ন হয়ে পড়ি – প্রিয় শরীর স্থির
পূর্ণিমার চাঁদ কালো মেঘে ধীরে ধীরে আচ্ছন্ন।
আমি প্রিয়তমার লাল ঠোঁটে
টক টকে তাজা খুন ঝরতে দেখি
বিক্ষুব্ধ সাগরে মিথ্যাচারীরা ডুবতে থাকে
বিশাল জাহাজখানি
প্রিয়তমার নীল চোখে হারিয়ে যায়।
আমি প্রিয়তমার লাল ঠোঁটে
টক টকে তাজা খুন ঝরতে দেখি।
আরও পড়ুন
কুবিতে অন্যায়ভাবে আক্রমণের শিকার জুনিয়র: হল ছাড়ার নির্দেশ অভিযুক্ত সিনিয়রকে
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মরজত আলী মাস্টার এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ
ঠাকুরগাঁয়ে এক স্কুলেই পড়ে ২০ যমজ ভাই-বোন