হোম » প্রধান সংবাদ » শেরপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির মেয়র প্রার্থী আবু রায়হান রুপন     

শেরপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির মেয়র প্রার্থী আবু রায়হান রুপন     

শেরপুর প্রতিনিধিঃ মুসলিম উম্মাহের জন্য সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হচ্ছে দুটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর পৌরসভার পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর জেলা বি এন পির সাংগঠনিক  সম্পাদক বিএনপির মেয়র প্রার্থী জনাব  আবু রায়হান রুপন ।

তিনি পবিত্র ঈদুল আজহা  উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল আজহা সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক সকলের হৃদয়। পরিশেষে তিনি আরও বলেন, আপনারাা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করবেন এবং কুরবানির পশুর বর্জ্য নিদিষ্ট জায়গায় ত্যাগ করবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!