হোম » প্রধান সংবাদ » এখনও জমে উঠেনি পশুর হাট, ক্রেতা-বিক্রেতা ও পশুর স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর প্রদক্ষেপ নেয়া হয়েছে- পৌর মেয়র ফজলুর রহমান

এখনও জমে উঠেনি পশুর হাট, ক্রেতা-বিক্রেতা ও পশুর স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর প্রদক্ষেপ নেয়া হয়েছে- পৌর মেয়র ফজলুর রহমান

এম এ কাদির চৌধুরী ফারহান: করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে আসন্ন কোরবানির ঈদে পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। গত ২৪ জুলাই শুক্রবার থেকে বাজার শুরু হলেওে এখনও জমে উঠেনি কুরবানির পশুর হাট। এরই মধ্যে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে পশুরহাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে পৌরসভা।

পৌর মেয়র ফজলুর রহমান জানান, পুলিশ কন্টোলরুম, সিসি ক্যামেরা, অনলাইনের মাধ্যমে পশু ক্রয় বিক্রয়ের ব্যবস্থা। হাটের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক চেম্বার স্থাপনসহ হাটের অভ্যন্তরে ক্রেতা-বিক্রেতাদের এবং পশু হাসপাতালের চিকিৎকরা পশুর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হবে। পশুরহাটের নির্ধারিত সীমানার বাইরে হাট বসতে দেওয়া হবে না। এছাড়াও থাকবে জাল নোট সনাক্তকরনের জন্য সোনালী ব্যাংক এর অস্থায়ী শাখা।

পশুরহাট কেন্দ্রিক আলাদা নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ কন্ট্রোলরুমসহ মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর, স্টাফ কর্মচারীরা নিয়োজিত থাকবেন বলেও মেয়র ফজলুর রহামান জানান। এ বছর মৌলভীবাজার পৌরসভা ১৬ লক্ষ ২০হাজার টাকা মুল্যে ইজারা দেয়া হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেট চক্র মৌলভীবাজার জেলা শহরের আশ-পাশসহ উপজেলাগুলোতে গড়ে উঠা পশুর হাটগুলো নামকাওয়াস্থে ইজারা গ্রহন করে সরকারের রাজস্ব আয়কে ক্ষতিগ্রস্থ করেছেন।

error: Content is protected !!