উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। প্রধান মন্ত্রীর ঈদ উপহার ত্রাণ ও দূর্যোগ তহবিলের আওতায় রোববার (২৬ জুলাই) বেলা ১০ টার দিকে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা সালেহা ইসাহাক উচ্চ বিদ্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে চাউল বিতরণ উদ্বোধন করেন পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। চাউল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহব্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,সহকারী শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার) আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, শহীদুল মাস্টার ,ইউপি সদস্য আউয়াল মÐল,আলী হোসেন, শফিকুল হোসেন, গোলাম সারোয়ার,আব্দুল রাউব, মহিলা সদস্য মাজেদা খাতুন। পূর্নীমাগাঁতী ইউনিয়নের ৬,৭,৮ এবং ৯ নং ওয়ার্ডের ১২” শ পরিবারের মাঝ ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে সবার ঘরে খাদ্য সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুবিধার আওতায় আরো ১২” শত মানুষ কে ১০ কেজি করে চাউল দেওয়া হয়েছে ।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু