আওয়াজ অনলাইনঃ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। তিনি অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। শনিবার বিকালে নৌপ্রধানের কার্যালয়ে দায়িত্বগ্রহণ বইয়ে সইয়ের মাধ্যমে নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সব আঞ্চলিক কমান্ডার, ডকইয়ার্ড-শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানিয়েছে, এম শাহীন ইকবাল ১৯৮০ সালের পয়লা জুন নৌবাহিনীতে যোগ দেন। ১৯৮২ সালে কমিশন পান এক্সিকিউটিভ শাখায়।
৪০ বছরের কর্মজীবনে তিনি দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছেন বলেও জানানো হয়েছে। ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে, তাকে এই নিয়োগ ও পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।
সুত্র- Independent Tv
আরও পড়ুন
পীরগঞ্জে বীজ ও সার বিতরণ
শেরপুর মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম পৌরসভায় শুরু হতে যাচ্ছে ৯কোটি টাকা ব্যয়ে ৭৮টি নতুন উন্নয়ন প্রকল্পের কাজ