সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ বেদে ও হিজড়াদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। ২৪ জুলাই শুক্রবার বন্যা কবলিত অসহায় বেদে ও হিজরাদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, ছাতক উপজেলার সার্কেল এএসপি মোঃ বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত) মঈন উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখলাকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বেদে সম্প্রদায়ের লোকজন ও হিজড়াদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।#
আরও পড়ুন
নাতীকে বাঁচাতে গিয়ে পা বিচ্ছিন্ন হলো দাদার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মাহবুবুর রহমানের ব্যবসায়ীদের মতবিনিময়
আজ ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস