হোম » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে একদিনেই করোনা সনাক্ত ১৮

ঈশ্বরদীতে একদিনেই করোনা সনাক্ত ১৮

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার একদিনেই নতুন করে ১৮ জন রোগীর নমুনায় করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে ঈশ্বরদীতে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১২ জন। পাবনা জেলায় দ্বিতীয় উপজেলা হিসেবে পাবনা সদরের পর ঈশ্বরদী উপজেলা। ২৩ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ল্যাবের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট থেকে তথ্যে জানা গেছে বৃহস্পতিবার ঈশ্বরদীতে নতুন করে ১৮ জনের করোনা আক্রান্ত হয়েছে।

 

নতুন আক্রান্তরা হলেন, মোঃ সবুজ (২১), রাকিব আহমেদ (২৬), শহিদুল ইসলাম (২৯), এ কে এইচ আক্তারুজ্জামান (৫৯), রফিকুল ইসলাম (৩২), মোঃ রাসেল (২০), মোঃ হানিফ (৩১), মোঃ হেলাল (৪৪), আব্দুস সোবহান (৩০), জুয়েল রানা (২০), রাকিব হাসান (২৪), ইব্রাহিম হোসেন (৪৯), মোঃ আলমাস সরকার (২২), কেসমত আলী (৩১), মোঃ বাবুল আক্তার (৩২), মোঃ আব্দুল লতিফ সরকার (৩৯)।

উল্লেখ্য, ১৮ জনসহ আক্রান্তদের ১৪৯ জন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে পরীক্ষা করান এবং বাকি ৬৩ জন রূপপুর পারমাণবিকের ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে কুষ্টিয়া, বগুড়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ঈশ্বরদীতে ৪০ জন রোগী করোনামুক্ত হয়েছেন।

error: Content is protected !!