সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের ভান্ডুসার গ্রামে মঙ্গলবার(২১/৭) দুপুরে চাচাতো ভাইয়ের ধর্ষনের শিকার হলো সাত বছরের এক শিশু। গতকাল বৃহস্পতিবার (২৩/৭) সকালে এই ঘটনায় অভিযুক্ত ওমান ফেরত চাচাতো ভাই সাইফুল মিয়া(২২) কে বীরগাঁও থেকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটি মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার ভান্ডুসার গ্রামের আ: হান্নান মিয়ার ছেলে অভিযুক্ত সাইফুল তার বাড়ির পাশে মাছ ধরার কথা বলে তার চাচাতো বোন ওই শিশুটিকে কোলে করে পাশের একটি বাঁশঝাড়ের পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে শিশুটি চিৎকার করলে সাইফুল পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
বর্তমানে ওই শিশুটি চিকিৎসাধীন আছে। এলাকাবাসী অভিযুক্ত ওই সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের তিনটি টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সাইফুলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
ফুলবাড়ীতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত
জয়পুরহাটে যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত
পীরগঞ্জে বীজ ও সার বিতরণ