মো: রফিকুল ইসলাম, নওগাঁঃ রাজশাহীর নওগাঁ জেলার মান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। একই সময় নিহত লিটনের ভাই সাদ্দাম হোসেন (৩০) গুরুতর আহত হওয়াই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০ টার দিকে নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের গাংতা দক্ষিণপাড়া গ্রামে এমর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ও আহত দু’জন ওই গ্রামের নাছের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের তালগাছে লাগানো একটি বাঁশ সরাতে গিয়ে বিদ্যুতের তারের ওপর পরে লিটন হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে বাঁচাতে এগিয়ে এলে সহোদর ভাই সাদ্দাম হোসেনও জড়িয়ে পড়েন। তাদের দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা যায়। অপরদিকে আহত ব্যক্তি রাজশাহী হাসপাতালে চিকিৎধীন অবস্হা আছে মর্মে জানা যায়।
আরও পড়ুন
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী সৈয়দা জাকিয়া নূর
ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিয়েছেন যুব মহিলালীগের নেত্রী তাহমিনা
ধুনটে বৈদ্যুতিক তার থেকে ছিটকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু