হোম » প্রধান সংবাদ » পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

আওয়াজ অনলাইনঃ সদ্য পদত্যাপপত্র জমা দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

বিতর্কের মুখে পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর মহাপরিচালকের দায়িত্ব পান ডা. আবুল কালাম আজাদ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার আগে ডা. আজাদ এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

Loading

error: Content is protected !!