মোঃনাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরনখোলায় গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর খোন্তাকাটা গ্রামের সামসুল হক মুন্সির বাড়ির সামনে রাস্তার উপরে। হামলায় গ্রাম পুলিশ তাইজুল ইসলাম কাজী (৩৮) জখম হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্হানীয়দের সহযোগিতায় শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছে।
২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম পুলিশ তাইজুল ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন শেষে নিজ বাড়ির উদ্দেশ্য যাবার সময় পথে হামলা করে একদল দুর্বৃত্ত। রাত ১০টা ৩০মিনিটের দিকে আমার মোবাইলে ফোন আসলে জানতে পারি গ্রাম পুলিশ তাইজুলকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। বিষয়টি শরনখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদকে জানানো হয়েছে।
এব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, আহত গ্রাম পুলিশের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
সোনাইমুড়ীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পুর্তি উদযাপন ।
বগুড়ার কারবালা মাদ্রাসায় ঘুমন্ত দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত
বগুড়ার কাহালুতে নাতী বউকে ধর্ষনের অভিযোগে ভন্ড কবিরাজ আমজাদ সাকিদার গ্রেফতার