হোম » প্রধান সংবাদ » ভালুকার মল্লিকবাড়ীতে করোনা সচেতনতা মূলক আলোচনা ও লকডাউন কর্মসূচি বাস্তবায়ন

ভালুকার মল্লিকবাড়ীতে করোনা সচেতনতা মূলক আলোচনা ও লকডাউন কর্মসূচি বাস্তবায়ন

ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: ভালুকার ৭নং মল্লিকবাড়ী বাজারে করোনা ভাইরাস সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।এবং করোনা আক্রান্ত ব্র্যাক অফিস মল্লিকবাড়ী শাখার দুই সহকারি কর্মকর্তাদের অফিস, বাসা,বাড়ী স্থানিয় প্রশাসনিক নির্দেশক্রমে লকডাউন করা হয়।ব্র্যাক এর এরিয়া ম্যানেজার, মো: এমাম হোসেন জানান,আমরা শতভাগ স্বাস্থ্যবীধি মেনেই অফিস পরিচালনা সহ বিভিন্ন কাজ করে আসতেছি।এবং তারা মাঠ পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কাজ সহ অন্য সকল অফিসিয়াল কাজ পরিচালনা করে আসছিলেন।

পরে হঠাৎ অজানা কারণেই আমাদের অফিসের দুই সহকারি করোনা প্রজেটিভ হয়।করোনা আক্রান্ত হওয়ার পর থেকে স্বাস্থ্যবীধি মেনেই ব্রাক অফিসের তত্বাবাধায়নে সম্পূর্ণ চিকিৎসাধীন রয়েছেন তারা।বাকি সহকারী কর্মিদের করোনা পরিক্ষা দেওয়া হয়েছে।ফলাফল নেগেটিভ আসা সহকারিদের নিয়ে আগামী ২১শে জুলাই থেকে প্রশাসনিক নির্দেশক্রমে পূর্বের ন্যায় অফিস পরিচালনা করা হবে।

একাদিক সদস্য সহ স্থানিয়রা অনেকে জানান,করোনার প্রভাব শুরু লগ্ন থেকে স্বনামধন্য এনজিও সংস্থা ব্র্যাক করোনা প্রতিরোধে জন-সচেতনতামুলক প্রচার এবং লিফলেট বিতরণ,সহ গ্রাহককে বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে।উক্ত আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন সহ স্বাস্থ্য সহকারী আব্দুল মোতালেব মন্ডল,ইউপি সদস্য আ: খালেক,আবু সাঈদ মাষ্টার,ইউপি সদস্য শামসুল হক,কোষাদক্ষ আবুল হোসেন, রাকিব আহমেদ,আবুল কাশেম,মল্লিকবাড়ী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি সফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবু হানিফ,স্থানিয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!