আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । শনিবার দিবাগত রাত ২টায় সান্তাহার পৌর শহরের বশিপুর মন্ডলপাড়ায় ঘটনাটি ঘটে। এঘটনায় রবিবার দুপুরে বাড়ির মালিক আব্দুল জব্বার বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানাযায়, প্রতিবেশি আব্দুল বারীকসহ ১০জনের সাথে বাদী আব্দুল জব্বারের জমিজমা সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিরোধের জেরে বাদীর বাড়ির সামনে শনিবার বিকেলে উক্ত বিবাদীরা গালিগালাজসহ বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়। এরপর ওই রাতেই বাদী ঘুম থেকে ওঠে বাড়িতে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এসময় প্রতিবেশি ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে তার বসত বাড়ির ২টি ঘর ও ১টি ছাগল পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
চকোরিয়াতে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু
স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সামগ্রী বিতরণ
মোহনপুরে একটি বিদ্যালয়ে চুরির অভিযোগে একজন আটক