মোঃ তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী লীগ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে জীবননগর থানা পুলিশ এবং উপজেলার প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ) বেলা ১১টার সময় জীবননগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাজী মোঃ আলী আজগার টগর। প্রধান অতিথির হাত থেকে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক গণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, পৌরমেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।
আরও পড়ুন
হয়রানিসহ নারীদের কূপ্রস্তাব দেয় রাজশাহী শিক্ষা বোর্ডের জাহিদুর রহিম
শেরপুর মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম পৌরসভায় শুরু হতে যাচ্ছে ৯কোটি টাকা ব্যয়ে ৭৮টি নতুন উন্নয়ন প্রকল্পের কাজ