মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭:৪৫ মিনিটের সময় এই অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা ৭ টার পরে দোকান খোলা রেখে ব্যাবসা পরিচালনার দায়ে ৬ টি প্রতিষ্ঠানকে মোট ২৭০০/- (দুই হাজার সাতশত) টাকা এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে এক ব্যক্তিকে ১০০/- (একশত) টাকা জরিমানা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পীরগঞ্জে ১৬০ মুক্তিযোদ্ধাকে দেওয়াল ঘড়ি উপহার
সোনাইমুড়ীতে পাইপগান,অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী আটক
বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে রংমিস্ত্রী নিহত