হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গার উথলী বাসস্ট্যান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত

চুয়াডাঙ্গার উথলী বাসস্ট্যান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত

মো: তারিকুর রহমান  চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭:৪৫ মিনিটের সময় এই অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা ৭ টার পরে দোকান খোলা রেখে ব্যাবসা পরিচালনার দায়ে ৬ টি প্রতিষ্ঠানকে মোট ২৭০০/- (দুই হাজার সাতশত) টাকা এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে এক ব্যক্তিকে ১০০/- (একশত) টাকা জরিমানা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।
error: Content is protected !!