মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭:৪৫ মিনিটের সময় এই অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা ৭ টার পরে দোকান খোলা রেখে ব্যাবসা পরিচালনার দায়ে ৬ টি প্রতিষ্ঠানকে মোট ২৭০০/- (দুই হাজার সাতশত) টাকা এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে এক ব্যক্তিকে ১০০/- (একশত) টাকা জরিমানা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।
আরও পড়ুন
কক্সবাজারে লোকালয়ে খাদ্যের সন্ধানে হাতির দল
ভৈরবে নানা অনিয়মের অভিযোগে সরকারী নিবন্ধনবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা
শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ