আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আম ব্যবসায়ী আশরাফ আলী হত্যা মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। এর আগে গত রবিবার রাতে খটসিঙ্গা টু ফকিরগঞ্জ রাস্তার ধারে সিবরামবাটি নামক গ্রামে তাকে হত্যা করে ফেলে দেয় দুর্বৃত্তরা। রবিবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন আশরাফ আলী সোমবার সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে গত সোমবার মৃত আশরাফ আলীর ছোট ভাই জহিরুল হক অজ্ঞাত নামা পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন এরই ভিত্তিতে উপজেলার কোসারানীগঞ্জ ইউনিয়নের ভামদা গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, জগথা গ্রামের আব্দুর রহিমের ছেলে রোকন, দূর্গাপুর গ্রামের দরিমান আলীর ছেলে বেলালকে গ্রেফতার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আশরাফ আলী হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
কুবিতে ভলিবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
অবৈধ স্বর্ণ পাচারকালে মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা ডিবির হাতে গ্রেফতার ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় চারজন নিহত