হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বাবু হোসেন (৩২) নামে সিরাজগঞ্জে এক সুদ ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত বাবু হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাটিকাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান চুনার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাবু হোসেন সুদের ব্যবসা করতেন। সুদের টাকার লেনদেনের ঝামেলা নিয়েই হয়তো কে বা কারা বাবুকে সোমবার রাতে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তাকে হত্যা করে মরদেহ বাড়ির পাশের ইউক্যালিপটাস বাগানে ফেলে সটকে পড়ে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোকাররম হোসেন জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করি। তার মুখে বেশ ক’টি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মো: শাহিন বাদী হয়ে অজ্ঞাত আসামী উলেখ করে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা করেছেন। যার মামলা নং-২৬, তারিখ-১৪.০৭.২০২০ইং। বাবু অবিবাহিত ছিলেন বলেও তিনি আরো জানান।
আরও পড়ুন
রাজশাহীতে ভোটে লড়বেন মনোনয়ন বঞ্চিত দুই সংসদ সদস্য
জামালপুরে ভূমিদস্যুর অত্যাচার থেকে রেহাই পেতে সাংবাদিক সম্মেলন
শ্যামনগর নৌকার প্রার্থী দোলন–কে গণসংবর্ধনা