মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী নৌ থানা ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্দ্যোগে এক বিশেষ অভিযানে আজ ১৪ ই জুলাই মঙ্গলবার সকাল ১১টার সময়ে নীলডুমুর নৌ পুলিশের ঘাটে খোলপেটুয়া নদীতে অনুমানিক ১০০০০০ লক্ষ বাগদার পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদারে উপস্থিতে এ সময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, এ এস আই আব্দুল গফর,উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসেন, সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
খোলপেটুয়া নদীতে বাগদার পোনা অবমৃক্ত হওয়ায় স্থানীয় সকলে বুড়িগোয়ালিনী নৌ থানা ও উপজেলা অফিসকে সাধৃবাদ জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল