এম.এ রাশেদ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শিবগগঞ্জে কৃষকের গৃহ পালিত পশু গরু টাইগার এর দাম করছে
সাড়ে ৩ লাখ। করোনা ভাইরাস এর কারণে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার বন্ধ থাকায় এবং জন সমাগম এড়ানোর জন্য করে এ উপজেলার খামারী সহ এলাকার কৃষকরা তাদের গৃহপালিত পশু বিক্রি নিয়ে নানা দুঃশ্চিতাই রয়েছে। শিবগঞ্জ উপজেলার কিচক ফেনীগ্রাম ফুলতলা গ্রামে মৃত চাঁন মিয়ার পুুত্র মোঃ সাহেব আলী একজন ভাল কৃষক। তিনি অত্যন্ত যতœ সহকারে পবিত্র ঈদুল আযহার জন্য একটি গরু পালন করেছেন।
তিনি সখের বসত গরুটির নাম রেখেছেন টাইগার। টাইগার দেখতে কালো রঙ্গের প্রকান্ড দেহের অধিকারী। টাইগার নামের গরুটি এক নজর দেখার জন্য তার গ্রামের লোকজন প্রতিদিন তার বাড়িতে আসে। পবিত্র কোরবানীর ঈদ উপলক্ষে প্রতিদিন বিভিন্ন শ্রেণীর লোকজন টাইগারকে ক্রয় করার জন্য ছুটে আসছেন।এই গরুটি বর্তমানে দাম করছেন সাড়ে তিন লাখ টাকা। তবে গরুর মালিক সাহেব আলীর ০১৭৮৬৯১৪২৩৭ মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন টাইগার এর দাম সাড়ে তিন লাখ টাকা করেছেন, আমি পাঁচ লাখ টাকা পেলে এই টাইগার বিক্রি করব। গরু ক্রয় করতে যোগাযোগ করুন
(০১৭৮৬৯১৪২৩৭)।
আরও পড়ুন
ফুলবাড়ীতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত
জয়পুরহাটে যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত
পীরগঞ্জে বীজ ও সার বিতরণ