হোম » প্রধান সংবাদ » দেশের অগ্রগতিতে নূরুল ইসলামের অবদান স্মরণীয় হয়ে থাকবে-বি. চৌধুরী

দেশের অগ্রগতিতে নূরুল ইসলামের অবদান স্মরণীয় হয়ে থাকবে-বি. চৌধুরী

আওয়াজ অনলাইনঃ  বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলামের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করে বলেছেন, দেশে শিল্প বিকাশের পাশাপাশি সংবাদপত্র এবং টেলিভিশন অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোক বাণীতে বলেন, শিল্প এবং গণমাধ্যম বিকাশে নিবেদিতপ্রাণ নূরুল ইসলামের মৃত্যুর খবর জেনে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি। দেশের অগ্রগতিতে তাঁর অবদান অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।

নেতারা শোকবাণীতে নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading

error: Content is protected !!