মিজানুর রহমান, হাতীবান্ধা-পাটগ্রাম প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শনিবার দুপুরে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ ( হাতীবান্ধা – পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। তিনি তার বক্তব্যে বলেছেন , স্বাস্থ্য বিভাগের দুর্নীতিতে সরকার বেকায়দায় রয়েছে। যে কারণে সংসদে এমপিরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। তিনি স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়নে ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। কিন্তু আপনাদের অবহেলার কারণে জনগণ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে Corruption of health department in government – Motahar Hossain MP
উক্ত অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইএসডিও। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল আলমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান নয়ন ও দিলীপ কুমার সিংহ প্রমুখ। আলোচনা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
শরীয়তপুর-২ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী আমিনুল ইসলাম বুলু সবার কাছে দোয়া চাইলেন
‘আসন বণ্টন নয়, নির্বাচন বিষয়ে জাপার সঙ্গে আলোচনা’
বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী