এম. এ রাশে বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে ১১ জুলাই শনিবার উপজেলার তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৬জন শিক্ষক ও ৫৬জন কর্মচারীদের প্রণোদনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ্ধসঢ়; জামাল সিরাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিজন শিক্ষককে ৫ হাজার ও কর্মচারীদের ২৫শ টাকা করে প্রণোদনার নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
চকোরিয়াতে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু
স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সামগ্রী বিতরণ
মোহনপুরে একটি বিদ্যালয়ে চুরির অভিযোগে একজন আটক