হোম » প্রধান সংবাদ » করোনা পরিস্থিতি নিয়ে গাইবান্ধা স্বাস্থ্য সংশ্লিষ্টদের সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব মত বিনিময়

করোনা পরিস্থিতি নিয়ে গাইবান্ধা স্বাস্থ্য সংশ্লিষ্টদের সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব মত বিনিময়

শাহজাহান সিরাজ, গাইবান্ধা : শনিবার (১১ জুলাই) দুপুরে গাইবান্ধা হাসপাতালের ডক্টরস কনফারেনস রুমে জেলার করোনা পরিস্থিতি নিয়ে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় করোনা চিকিৎসা সেবাদানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীসহ সংশ্লিষ্টদের সমস্যা ও বিভিন্ন প্রয়োজনের কথা শোনেন জেলার দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব নূর-উর রহমান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফসহ চিকিৎসকরা। মতবিনিময়কালে সচিব বলেন, করোনার এই সংকটে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ফ্রন্ট লাইন যোদ্ধা। সরকার সবসময় তাদের পাশে রয়েছে। কাজ করতে গিয়ে তাদের যেন কোন ধরণের সমস্যা না হয় সেটি নিশ্চিত করা হবে। তাদের মানসিকভাবে উজ্জীবিত রাখতে সব কিছু করা হবে।

Loading

error: Content is protected !!