শনিবার সকালে নাটোর রানী ভবানী রাজবাড়ী চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। সভায় নাটোর বগুড়া পাবনা ও সিরাজগঞ্জ জেলার ঈদে প্রস্তুত প্রায় ১২ লাখ গবাদিপশুর বিক্রয় বাজারজাতকরণে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরণ করে হাট পরিচালনার মাধ্যমে বিক্রয়ের জন্য বক্তারা বলেন। সভায় বর্তমান লম্পিং ডিজিজ, ঈদে চামড়ার গুণগত মান ঠিক রাখা, কসাই প্রশিক্ষণ, গরু বাজারজাতকরণে বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে অনলাইন ভিত্তিক বিক্রয় বৃদ্ধি নানা বিষয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার মোঃ ইসমাইল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আরও পড়ুন
পোরশায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ পালন
মানব সেবায় ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা : মমতাজ আলী শান্ত
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মরজত আলী মাস্টার এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ