শেরপুর (বগুড়া) থেকেঃ বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নন এমপিও শিক্ষক- কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রণোদনা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিদষ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শিক্ষা অফিসার নজমুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ। এ সময় শেরপুর উপজেলা ১৩টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ১৬জন শিক্ষক ও ৫৬জন কর্মচারীদের মাঝে ১৭ লক্ষ ২০ হাজার টাকা মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রণোদনা দেওয়া হয়।
আরও পড়ুন
বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেফতার ১
বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়ালে চারশ বছরের পুরোনো ঘুড়ির মেলা
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে দর্বৃত্তরা