আওয়াজ অনলাইনঃ সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন রিপনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক “প্রেস বিজ্ঞপ্তি”তে জনাব,রুহুল আমীন, (সভাপতি) বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন- বলেন।
গতকাল রাত ১০.০০টার দিকে সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন রিপন তার সহযোগীসহ নিজ বাসার দিকে যাওয়ার পথে গুপ্ত ঘাতকরা অতর্কিত আক্রমণ চালালে দু’জনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে জনাব রিপনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন গভীর শোক প্রকাশ করেন এবং অবিলম্বে হত্যাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য জোর দাবী জানান ।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি এই ট্রেড ইউনিয়ন নেতার বহু অনুনয় বিনয় থাকার পরও পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় জনাব রিপনকে জীবন দিতে হয়েছে। অবিলম্বে সংশ্লিষ্ট পুলিশকে সাসপেন্ড করার দাবী জানাচ্ছি।
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী উন্নয়নের লিফলেট বিতরণ করছেন তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ।
টাংগাইল নাগরপুরে মহাসড়ক বাইপাসের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি