হোম » প্রধান সংবাদ » চিরনিদ্রায় শায়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

চিরনিদ্রায় শায়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

আওয়াজ অনলাইনঃ চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।আজ শনিবার বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়। বেলা ১১টা ৫ মিনিটে বনানী কবরস্থান জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে তার বাসা সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।

তার মরদেহ নিয়ে শুক্রবার রাত ১টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এদিকে, ৯০’র গণআন্দলনের ছাত্রনেতা ও কারানির্জাততি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান বলেন, তিনি (সাহারা খাতুন) আমার মায়ের মতো ছিলেন। ঢাকা-১৮ আসনের সর্বস্তরের মানুষ আজ শোকে স্তব্ধ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপ্রিয় নেত্রী, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেনো তাঁকে জান্নাত বাসী করেন।

error: Content is protected !!