ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ১০ জুলাই (শুক্রবার) বেলা আনুমানিক আড়াইটার সময়। জানা যায়, দেবীপুর ইউনিয়নের সোলটোহরি গ্রামের আমিরুল ইসলাম (৪২) নিজ মাটিতে আমন ধান রোপণ করার জন্য মাঠে যায়।
বেলা আনুমানিক আড়াইটার সময় হঠাৎ আকাশের বজ্রপাতে আমিরুল ইসলাম গুরুতর অসুস্থ্য হলে স্থানীয় লোকজন উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহত আমিরুল ইসলাম সোলটোহরি গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে বলে জানা যায়।বজ্রপাতে আমিনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রহমান এবং চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের চেয়ারম্যান মীরন অর রশীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
সিরাজগঞ্জের গরু, মহিষের হাড়ের গুড়ো ঔষুধ শিল্পের চাহিদা মেটাচ্ছে