ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ১০ জুলাই (শুক্রবার) বেলা আনুমানিক আড়াইটার সময়। জানা যায়, দেবীপুর ইউনিয়নের সোলটোহরি গ্রামের আমিরুল ইসলাম (৪২) নিজ মাটিতে আমন ধান রোপণ করার জন্য মাঠে যায়।
বেলা আনুমানিক আড়াইটার সময় হঠাৎ আকাশের বজ্রপাতে আমিরুল ইসলাম গুরুতর অসুস্থ্য হলে স্থানীয় লোকজন উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহত আমিরুল ইসলাম সোলটোহরি গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে বলে জানা যায়।বজ্রপাতে আমিনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রহমান এবং চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন।
আরও পড়ুন
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডোমারে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সেবা নিয়ে বিপাকে জনসাধারণ
পীরগঞ্জে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন