মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও চুয়াডাঙ্গা জেলার সম্মানিত নাগরিকগনদের সচেতন করতে শহরে ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করলেন চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম।জীবনের ঝুঁকি নিয়ে এমন শত শত লোক প্রতিদিন নিত্য প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। তাদের অনেকের মুখের থাকে না মাস্ক।
এসব দিক লক্ষ্য করে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ঘুরে লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একের পর এক পুলিশ সুপারের এমন মহতি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণ।
আরও পড়ুন
৬১৯ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
জয়পুরহাটে নিকাহ রেজিস্টারদের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
দুই বাচ্চার মারামারি, ডেকে নিয়ে শিশু ফেহাকে হ’ত্যা করে সেন্টু