মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: ০৬ জুলাই ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে জীবননগর উপজেলার উথলী ও পেয়ারাতলা এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি লংঘন করা ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ০২টি প্রতিষ্ঠানকে ৭,০০০/- টাকা জরিমানা করা হয়।
এসময় জীবননগরে অবস্থিত কয়েকটি অটো রাইচ মিল পরিদর্শন করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা