জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের আমলে জনবান্ধব হিসেবে শতভাগ আস্থা অর্জন করতে পেরেছে পুলিশ। মাদক ও অন্যায় অপরাধ দমনে জিরো টোলারেন্সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। তিনি গতকাল সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী আরও বলেন, এই তদন্ত কেন্দ্র চালুর মধ্য দিয়ে প্রতন্ত এসব এলাকায় অপরাধ কমে আসবে। বিশেষ করে মাদক কারবারীদের দমনে বিশেষ ভাবে কাজ করবে পুলিশ।
এক্ষেত্রে পুলিশী কাজে স্থানীয়দের সহযোগিতা আহবান জানান মন্ত্রী।এসময় নওগাঁরপুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বেঅনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, জেলা প্রশাসক হারুন- অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, উপজেলার চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা।
আরও পড়ুন
চকোরিয়াতে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু
স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সামগ্রী বিতরণ
মোহনপুরে একটি বিদ্যালয়ে চুরির অভিযোগে একজন আটক