হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গা সদর থানা  পুলিশের  অভিযানে দুই মাদক ব্যাবসায়ি আটক 

চুয়াডাঙ্গা সদর থানা  পুলিশের  অভিযানে দুই মাদক ব্যাবসায়ি আটক 

মো: তারেকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নির্দেশে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এর  নেতৃত্বে। বুধবার ১ জুলাই সকাল ৬ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই(নিঃ)/ মোঃ ওহিদুল ইসলাম(বিপিএম) সহ সদর পুলিশ ফাড়িঁর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন।  এ সময় চুয়াডাঙ্গা পৌরসভাধীন রেলবাজারস্থ মিনাজ এর সাইকেল ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে  আসামি দামুড়হুদা উপজেলার উভয় দুই জন দলকা- লক্ষীপুর গ্রামের জব্বার আলীর ছেলে জুয়েল( ৩২) ও মৃত বেল্টুর ছেলে  তরিকুল ইসলাম (২৬) কে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে জুয়েলের কাছ থেকে ১.৫ কেজি মাদকদ্রব্য গাজা ও  তরিকুল এর কাছ থেকে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ। এবং একজন আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!