হোম » প্রধান সংবাদ » নাটোরে আজ থেকে সকল দোকানপাট সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে

নাটোরে আজ থেকে সকল দোকানপাট সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: বর্তমান কর না পরিস্থিতির প্রেক্ষিতে পহেলা জুলাই থেকে তেশরা আগস্ট পর্যন্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে হাট-বাজার দোকানপাট সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানতে এবং নিশ্চিত করতে বাজার বা মার্কেট কর্তৃপক্ষের প্রতি আদেশ জারি করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও কথা বলা হয়েছে। জেলা প্রশাসক মো: শাহরিয়াজ জানান, সরকারী প্রজ্ঞাপনে বাহিরে বের হবার বিষয়ে নির্দেশনা রয়েছে সকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। তবে জরুরী প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বাইরে বেরোতে হবে। হাটবাজারে চলাচল গণপরিবহন ব্যবহারে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয় নির্দেশিত নির্দেশিকা অনুযায়ী জামাতে নামাজ পড়া থেকে শুরু করে ধর্মীয় কার্য পালন করতে হবে।

Loading

error: Content is protected !!