হোম » আইন-আদালত » পিতা-পুত্র খুনের মামলার ২৩ আসামী কারাগারে

পিতা-পুত্র খুনের মামলার ২৩ আসামী কারাগারে

রায়হান আলীঃ উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে খাস পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত পিতা পুত্র খুনের মামলায় ২৩ আসামীকে মঙ্গলবার সিরাজগঞ্জ আদালত কারাগারে পাঠিয়েছে। আসামীরা উচ্চ আদালতের আগাম জামিনে ছিলেন। ওই ঘটনায় খুন হন জামাল উদ্দিন প্রামানিক ও তার বাবা মোশারফ প্রামানিক। ঘটনা লে জামাল উদ্দিন খুন হলেও তার বাবা ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারাগারে পাঠানো আসামী আসামীরা হলেন, আজিজ প্রামানিক (৪৮), মোর্শেদ আলী (৩৮), জুয়েল (৪৫), জীবন সরদার (২৬), নেগার সরদার (৫৫), জালাল (৩২), শেখ ফরিদ (৩৫), সুখ চাঁদ (৪০), আয়শা খাতুন (৪০), আকাশ মোল্লা (২৬), আশিক মোল্লা (২৫), কদম (৩৫), হাশেম মোল্লা (৬০), সোহেল রানা (৩০), আলমগীর (৪২), আমজাদ মোল্লা (৪৩), মিঠুন মোল্লা (২৮), আলম প্রামানিক (৪০), শাহ আলম মোল্লা (৩৫), আশরাফুল ইসলাম (৩০), বাবু মোল্লা (৬০), আজিদ প্রামানিক (৪৫), শাজাহান আলী (৪৫)।

সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রউফ পান্না ও জুডিসিয়াল পেশকার বোরহান কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীরা এর আগে উচ্চ আদালতের দেওয়া ৬ সপ্তাহের অগ্রিম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হবার পর মঙ্গলবার (৪ জুলাই) উক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপণ করে আবারো জামিনের আবেদন করেন। কিন্ত বিজ্ঞ বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার তাদের আবেদন নাম  করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উল্লেখিত গ্রামের খাস পুকুর দখল নিয়ে দ্বদ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় জামাল উদ্দিন প্রামানিক নিহত হয়। এসময় জামাল উদ্দিন প্রামানিকের বাবা মোশারফ প্রামানিক সহ ১০ জন আহত হন। ঘটনার ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় মোশারফ প্রামানিকের মৃত্যু হয়। এ ঘটনায় মোশারফের ছেলে বাদী হয়ে থানায় ৫৯ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন।

error: Content is protected !!