হোম » আন্তর্জাতিক » প্রথমবার আলাদা হলো বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড

প্রথমবার আলাদা হলো বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড

আওয়াজ অনলাইন : প্রথমবারের মতো আন্টার্টিকা থেকে ভেঙ্গে আলাদা হলো বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড। অগ্রসর হচ্ছে দক্ষিণ মহাসাগরের দিকে।

বিজ্ঞানীরা জানায়, গেল তিন দশকের মধ্যে এই প্রথম ৪ হাজার কিলোমিটার স্কয়ারের চেয়ে বড় এই বরফখণ্ডটি ভেঙ্গে আলাদা হলো। এটির ভর এক ট্রিলিয়ন মেট্রিক টন।

স্যাটেলাইট ইমেজ বলছে, নিউইয়র্ক সিটির চেয়ে তিনগুণ বড় এই বরফখন্ডটি দ্রুত দক্ষিণে অগ্রসর হচ্ছে। এরইমধ্যে এটি দক্ষিণে অ্যান্টার্টিক পেনিসুলা অতিক্রম করেছে।

গবেষকরা জানান, বরফখণ্ডটির গতিবিধি পর্যবেক্ষণ করছেন তারা। যতো সময় পার হচ্ছে বরফখণ্ডটি ততোই গলছে বলে জানান তারা।

ধারণা করা হচ্ছে, দক্ষিণ জর্জিয়া দ্বীপ পর্যন্ত পৌঁছাতে পারে এটি। আশংকা হচ্ছে, এরফলে ওই অঞ্চলের জীববৈচিত্র্যে পাশাপাশি সাগরে নৌযান চলাচলও বাধার মুখে পড়তে পারে।

error: Content is protected !!