হোম » আন্তর্জাতিক » গাজায় যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ পাঁচ দেশ

গাজায় যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ পাঁচ দেশ

আওয়াজ অনলাইন : ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশসহ পাঁচ দেশ। 

সামাজিক যোগাযোগমাধ্যম বিবৃতিতে আইসিসির প্রসিকিউটর করিম খান জানান, ২০১৪ সালে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির একটি তদন্ত চলছে। এবার ৭ অক্টোবর থেকে গাজায় সংঘাত এবং সহিংসতার ঘটনাও তদন্তের আওতায় আনা হচ্ছে।

বাংলাদেশ ছাড়া আবেদনকারী বাকি দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমরোস ও জিবুতি।

আবেদনে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইসিসিকে জরুরি ভিত্তিতে মনোযোগ দেয়ার অনুরোধ জানানো হয়।

প্রসিকিউটর জানান, এরইমধ্যে ফিলিস্তিনে অপরাধের উল্লেখযোগ্য তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছেন তারা।

প্রসঙ্গত, ২০০২ সালে রোমান সংবিধির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় আইসিসি। সেই সংবিধি অনুযায়ী কোনো সদস্যরাষ্ট্র যদি বাইরের কোনো রাষ্ট্রের হামলার শিকার হয় এবং ওই হামলাকারী রাষ্ট্র যদি আন্তর্জাতিক অপরাধ আদালত সনদে স্বাক্ষরকারী কিংবা স্বীকৃতি দানকারী দেশ নাও হয় তাহলেও ওই রাষ্ট্রের বিরুদ্ধে তদন্ত করতে পারবে আইসিসি।

error: Content is protected !!