হোম » আন্তর্জাতিক » তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত সৌদি-রাশিয়ার

তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত সৌদি-রাশিয়ার

আওয়াজ অনলাইন  : আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে।

বিশ্ববাজারে তেলের দাম বেশি রাখতে তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি। পরে রাশিয়াও তার সঙ্গে যোগ দিয়েছে।

দিনে ১০ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে সৌদি আরব। আর রাশিয়া তিন লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে বলে জানিয়েছে।

২০২৪ সালের ২৬ মে ভিয়েনায় বৈঠক রয়েছে জ্বালানি তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলোর জোট ওপেক প্লাসের। ধারণা করা হচ্ছে, আগামী বছর তেলের উত্তোলন বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ওই বৈঠকে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রুশ  তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।

ফলে যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসে হু হু করে বাড়তে থাকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

error: Content is protected !!