হোম » আন্তর্জাতিক » সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট থারমান শানমুগারাতনাম

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট থারমান শানমুগারাতনাম

আওয়াজ অনলাইন: সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ এবং দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম। 

শুক্রবারের ভোটে ৭০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করেন তিনি।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন ৬৬ বছর বয়সী থারমান। আগামী ৬ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সাবেক এই নেতা।

এর আগে শুক্রবার এক যুগেরও বেশি সময় পর সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন দল পিএপির সুপারিশের ভিত্তিতেই প্রেসিডেন্ট প্রার্থী করা হয় থারমানকে।

গত প্রায় ৬০ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছে পিএপির সরকার।

error: Content is protected !!