হোম » আন্তর্জাতিক » রোববার দেশের উপকূলে আঘাত হানতে পারে মোখা

রোববার দেশের উপকূলে আঘাত হানতে পারে মোখা

আওয়াজ অনলাইন: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা আজ মধ্যরাতে প্রবল ঘূর্ণিঝড়ে ও শুক্রবার সন্ধ্যা নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বিদ্যমান গতিপথ বিবেচনায় রোববার দেশের উপকূলে আঘাত হানতে পারে মোখা। ১৩ মে থেকে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়াবিদরা। আর তখন তাপদাহ কমে আসবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এগোচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। রোববার সকাল থেকে বিকেলের মধ্যে মোখা উপকূলে আঘাত হানতে পারে।

শনিবার থেকে তাপমাত্রা কমে আসবে এবং বৃষ্টির স¤ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস।

উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তার। মোখা মোকাবেলায় নেয়া হচ্ছে প্রস্তুতি।

error: Content is protected !!