হোম » আন্তর্জাতিক » রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বিমান বিধ্বস্ত: ১৯ মরদেহ উদ্ধার

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বিমান বিধ্বস্ত: ১৯ মরদেহ উদ্ধার

আওয়াজ অলাইান : রাশিয়ায় বিমানটিতে ২৮ জন আরোহী অবস্থান করছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে বিধ্বস্ত হওয়া বিমানের ১৯ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আরোহীদের সবার মৃত্যু হয়েছে। রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে ১৯টি মরদেহের নানা অংশ উদ্ধার করা হয়েছে। ৫০ জনের বেশি উদ্ধারকর্মী সেখানে অভিযান পরিচালনা করছেন। তবে ঘন কুয়াশা ও ঝড়ো বাতাসের জন্য বেশ কিছু সময় উদ্ধারকাজ বন্ধ ছিল। বিমানের ২৮ আরোহীর মধ্যে ২২ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে দুজন শিশু ছিলো।

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছেন কামচাতকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ। নিহত ব্যক্তিদের পরিবারকে ৪৭ হাজার মার্কিন ডলার করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া তাদের পরিবারের সঙ্গেও দেখা করেছেন গভর্নর। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
ছবি: সংগৃহীত।/এইচ.

error: Content is protected !!