আওয়াজ অনলাইন : স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সোমবার এমন খবর প্রকাশ করেছে আরব নিউজ।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলছে, পিত্তাশয়ের প্রদাহের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে বাদশাহ সালমানকে। ৮৪ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদির বাদশা হিসেবে দেশ শাসন করছেন।
বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি দেশটির অর্থনীতিকে এর তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন।
/এইচ.
আরও পড়ুন
নোয়াখালীতে গণপূর্তের শত কোটির জায়গা উদ্ধার
নোয়াখালীতে গণপূর্তের শত কোটির জায়গা উদ্ধার
এ বছর চিকিৎসায় নোবেল পেলেন দুজন