হোম » শিরোনাম » উল্লাপাড়ায় স্বাস্থ্য সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উল্লাপাড়ায় স্বাস্থ্য সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

রোববার সকাল ৮ টা থেকে পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হক এর বাড়িতে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এতে অন্ততঃ ৭ শতাধিক গরীব অসহায় মানুষ কে ফ্রী চিকিৎসা সেবা, ওষুধ ও খাবার বিতরণ করা হয়।

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আইনুল হক এর পিতা নেজাব আলী ও মাতা মরহুমা জামিলা বেগমের স্মরণে প্রতি বছর ফ্রী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ উদ্বোধন করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক প্রকাশক আইনুল হক। তিনি জানান আওয়াজ মানব উন্নয়ন সংস্থার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে একদল তরুণ।

এতে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন  গ্রামের অবহেলিত জনগোষ্ঠী ফ্রী চিকিৎসা, আইন সেবা,জনশক্তি রপ্তানিতে কর্মীদের সঠিক পরামর্শ, এবং কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি আরো জানান আগামীতে আওয়াজ মানব উন্নয়ন সংস্থা নতুন নতুন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যাবে।

 

error: Content is protected !!